
নেকড়ে
- 26 Apr, 25
- 06:30 PM - 08:30 PM
- Uttarpara Gana Bhawan: Kolkata
- দক্ষিণবঙ্গের প্রত্যন্ত একদ্বীপ, যেখানে শহরের আলো এখনও পৌঁছায় নি। সেখানকার মানুষের প্রধান জীবিকা মাছ ধরা, চাষাবাদ ইত্যাদি। সেই বাদা অঞ্চলে শহরের এক মানুষ কংসারী ঠাকুর তার দুই সঙ্গীকে নিয়ে আস্তানা গড়ে। ক্রমে ক্রমে ওখানকার বন্য মানুষগুলোর ওপর আধিপত্য বিস্তার করেন, ‘নেকড়ে’র মতো কেড়ে দখল করে নেন সব।
- নীহারী, ঐ অঞ্চলের এক চাষীঘরের বৌ। তার সঙ্গে বলপূর্বক সম্পর্কে জড়িয়ে পরে কংসারী। কংসারীর ঔরসে নীহারীর গর্ভের সন্তান, যাকে কংসারীর নির্দেশে ফেলে আসা হয়েছিল ভয়ঙ্কর জঙ্গলে, মেরে ফেলার জন্য। সে নাকি বিভৎস দর্শনধারী, সে নাকি আধা মানুষ আধা জানোয়ার।
- আজ, যখন কংসারীর সমস্ত সঞ্চয় হস্তগত হয়ে যাচ্ছে তারই ভ্রাতুস্পুত্র শশাঙ্ক ঠাকুরের কাছে, তা পাচার হয়ে যাচ্ছে শহরে, তখন ‘সে’ হঠাৎ হাজির হয়, সেই আধা মানুষ আধা জানোয়ার। সে নাকি মরেনি, জঙ্গল তাকে পালন করেছে। তারই অদৃশ্য ‘থাবা’ কংসারীর বোরে গুলোকে এক এক করে সরিয়ে দিচ্ছে, দুর্বল করছে, ভীত করছে কংসারীকে। বারবার সে বাধা হচ্ছে এই সঞ্চিত সম্পদ পাচারের পথে।
- আসলে কি তাই! নাকি যারা বঞ্চিত, তারাই মানুষ হয়ে জানোয়ারের শক্তিতে হয়ে ওঠে দুর্বার! আসলে ‘নেকড়ে’ কারা ? যারা কেড়ে খায়, যারা অন্যের সম্পদ জোর করে ছিনিয়ে নেয়, যারা অন্যের খাবার পৈশাচিক আনন্দে খাবলে খায়, তারাই, তারাই তো নেকড়ে। আসলে এই অসীম লোভ হয়ত সকলকেই নেকড়ে করে দেয়। এই মানুষরূপী দৈত্য গুলোর সঙ্গে লড়তে গেলে মানবিক হয়ে কি লড়া যায়! যায় না বোধ হয়।
- শাসক যখন দানবিক শোষক হয় তখন শোষিতরা মানুষ হয়েও পাশবিক শক্তিতেই বিদ্রোহী হয়ে ওঠে ঐ শোষকের বিরূদ্ধে। যা আদি থেকে বর্তমান। শাসক আসে শাসক যায়, শোষক আসে শোষক যায় কিন্তু শোষিতদের যুদ্ধটা জারি থাকে, থাকবে —-।
Available Ticket : 50 |
Platinum : A-Zone @ ₹300 26 April, 2025 |
First Come First Serve Basis | ₹300 |
Available Ticket : 50 |
Premium : B-Zone @ ₹200 26 April, 2025 |
First Come First Serve Basis | ₹200 |
Available Ticket : 50 |
Gold : C-Zone @ ₹150 26 April, 2025 |
First Come First Serve Basis (Balcony) | ₹150 |
Available Ticket : 50 |
General : D-Zone @ ₹100 26 April, 2025 |
First Come First Serve Basis (Balcony) | ₹100 |