নারীগণ
- 07 Dec, 24
- 06:30 PM - 08:40 PM
- Academy of Fine Arts: Kolkata
কাব্যনাট্য : নারীগণ
নাট্যকার: সৈয়দ শামসুল হক
পরিচালক: কৌশিক চট্টোপাধ্যায়
- এ নাটকে পরতে পরতে জড়িয়ে আছে মেয়েদের কথা। বিজয়ী হোক বা বিজিত, ইতিহাসের পাতায় তো কেবল রাজাদেরই কথা লেখা। যা লেখা হয় না… হয়নি কখনও, তা হলো অন্দরমহলের নারীদের কথা। সে সব কথা উপেক্ষিতই থেকে গেছে। আবার এ নাটক শুধুই নারীদের কথা নয়, একইসঙ্গে তা মানুষের, মননের যন্ত্রণা ভোগের আখ্যানও।
- এ নাটকের প্রেক্ষাপট ১৭৫৭ সালের পলাশি যুদ্ধের পর, নবাব সিরাজ-উদ্দৌলা’র হত্যার পরের রাত। ইতিহাস জানে পলাশির এই যুদ্ধের প্রেক্ষাপটে ছিল নিষ্ঠুর ষড়যন্ত্র, কুৎসিত রাজনীতি, ক্ষমতার লোভ, অর্থের লালসা। কিন্তু এ নাটক সেই ইতিহাসের বাইরের অকথিত ইতিহাসের কথা বলে, সেই রাতের কথা বলে যে রাতে আগামী অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে শংকিত হন নবাব পরিবারের মেয়েরা আর তাঁদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ঘিরে থাকা আরও অনেক মেয়েরাও।
- নাটকের মূল চরিত্র – সাতজন নারী – নবাব সিরাজ-উদ্দৌলা’র মাতামহী শরিফুন্নেসা, মা আমিনা, স্ত্রী লুৎফুন্নেসা, অন্যতম ষড়যন্ত্রকারী নবাবেরই আত্মীয়া ঘসেটি বেগম, নবাব পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দুই সেবিকা – পায়েলি ও ডালিম আর এক বাঈজি।
- আর আছেন চারজন রহস্যময় চরিত্র – কুতুব – যারা আয়নার মতন এই সময়ের, এই ধ্বংসের, এই নির্বিকার উদাসীনতার ধারাবিবরণী দিয়ে চলেন। দর্শককে ধরিয়ে দিতে চান ইতিহাসের বিভিন্ন যোগসূত্র।
- তাঁদের সকলের কথার মধ্য দিয়েই উঠে আসে কয়েকটি শাশ্বত প্রশ্ন – এই পৃথিবীতে বিশ্বাসের মূল্য কী? কৃতজ্ঞতা কি কেবলই একটা শব্দ যাকে ইচ্ছেমতন ধ্বংস করা যায়? পরিবার বলতে মানুষ কী বোঝে? মানুষের মূল্যই বা কী? কেন এত লোভ, এত ঘৃণা? এ সমাজে নারীর মূল্য কী? আর যদি সে নারী পরাজিত পক্ষের হয়? কী হয় তাদের? কোন অপমান অপেক্ষা করে থাকে তাদের জন্য?
- এ নাটক এমন অসংখ্য প্রশ্নের সামনে আমাদের দাঁড় করায়। উত্তর খুঁজতে চায়। সেই অমোঘ কবিতা পংক্তির মতনই বলে যায় – “আমি জানি এই ধ্বংসের দায়ভাগে, আমরা দুজনে সমান অংশীদার/ অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদের পরে দেনা শোধবার ভার…”
Venue: Academy of Fine Arts
-
Premium @ ₹300
Stock:: 40 seats
-
Gold @ ₹200
Stock:: 36 seats
Premium₹300
Gold₹200