কে?
- 15 Dec, 24
- 06:30 PM - 08:30 PM
- Shishir Mancha: Kolkata
- গাই দে মোপাসার ছোট গল্পের আধারে লেখা নাটক “কে”। একটি পুরুষকে কেন্দ্র করে নাটক আবর্তিত হয়। এক অসহনীয় মানসিক ব্যাধির শিকার সে। হয়ত সিজোফ্রেনিয়া। তার সবসময়ে মনে হয় তার আশেপাশে কেউ আছে। সে এক সময়ে তাকে দেখতেও পায়। তাকে ভয় পায়।
- শুধু তার আড়ালে থাকা দ্বিতীয় ব্যাক্তিটিকে নিজের থেকে দূরে সরিয়ে রাখার জন্যে তার এক রক্ত মাংসের মানুষ দরকার। কে সেই মানুষ? মানুষই তো? নাকি… কে সে? মানুষের মস্তিষ্কের অন্ধকার প্রকোষ্ঠের গল্প “কে”। মানুষের গভীরতম অজানা ভয়ের গল্প “কে”। আলো, আঁধার আর ছায়া দিয়ে নির্মিত নাটকের পরিবেশনা।
ডাঃ কল্যান সেন স্মারক বক্তৃতা
- প্রথাগত থিয়েটারের ছক ভেঙে বাংলা থিয়েটারে একেবারে গোড়ার থেকে সম্ভবত সর্বপ্রথম নাড়া দিয়েছিল বাদল সরকারের “এবং ইন্দ্রজিৎ”। সেদিন বাংলা তথা ভারতবর্ষের থিয়েটার পেয়েছিল এক নতুন নাট্যভাষা। এই নাট্যভাষা পরবর্তিতে আরও পরিশীলিত ও ধারালো, হয়েছে। মঞ্চ ছেড়ে থিয়েটার নেমে এসেছে অঙ্গনে। থিয়েটার হয়েছে “ফ্রি”। “ইনেক্সপেন্সিভ”। অভিনেতা ও দর্শকের মাঝখানের দেওয়াল ভেঙে থিয়েটার হয়েছে আরও সাধারন, স্পেক্টাকল হীন, জীবনের আরও কাছাকাছি। আলো, আবহের উপর নির্ভরতা ছেড়ে অভিনেতাদের কণ্ঠ, শরীর হয়েছে থিয়েটারের মূল যন্ত্র। এই নতুন নাট্যভাষা প্রভাব ফেলেছে প্রথাগত মঞ্চ থিয়েটারেও। চিরাচরিত আঙ্গিক ভেঙে মঞ্চেও হয়েছে নানারকম পরীক্ষা নিরীক্ষা যা থিয়েটারকে করেছে সমৃদ্ধ।
- থিয়েটারের আঙ্গিক বারবার ভেঙ্গেছে, বদলেছে। মঞ্চ হয়ে অঙ্গন পেড়িয়ে থিয়েটার এবার ঢুকে পড়েছে “ইন্টিমেট স্পেসে”। আমরা পেয়েছি অন্তরঙ্গ থিয়েটার বা ইন্টিমেট থিয়েটার। অন্তরঙ্গ পরিবেশ, যেখানে অভিনেতা আর দর্শকের মাঝের দেওয়াল তো নেইই, বরং তারা অনেকাংশে একে অপরের পরিপুরক। দর্শক, নাটক ও অভিনেতা একাকার হয়ে তৈরি হয় এক অনন্য অভিজ্ঞতা, যা দর্শকের সাথে ভাগ করে নেন নাট্যকর্মী। শুধু মাত্র অন্তরঙ্গ পরিবেশের জন্যে লেখা হচ্ছে নাটক, তৈরী হচ্ছে অন্তরঙ্গ অভিনয়ের স্পেস। ধীরে ধীরে পরিশীলিত হচ্ছে অন্তরঙ্গ থিয়েটারের পরিভাষা।
- কিন্তু কতটা যত্নশীল আমরা এই অন্তরঙ্গ থিয়েটার নিয়ে? নাট্যকর্মী এবং আয়োজককূল কি চোখে দেখছেন এই বিশেষ থিয়েটারকে? অন্তরঙ্গ থিয়েটার কি শুধুই যত্র তত্র করার থিয়েটার? না কি এর কোন পরিভাষা আছে? কোনো ব্যাকরণ আছে? শুধুমাত্র অকুলান বা স্থানিক সিমাবদ্ধতাই কি অন্তরঙ্গ থিয়েটারের একমাত্র পরিচায়ক? বিভিন্ন শহর জুড়ে কোণায় কোণায় গজিয়ে ওঠা, থিয়েটারের ন্যুনতম ব্যব্যবস্থাহীন, ইন্টিমেট থিয়েটার স্পেস দেখে, নাট্যকর্মীর মনে এই প্রশ্নগুলি আসতে বাধ্য।
- এই আবহে, স্বপ্ন এখন আয়োজিত প্রথম ডাঃ কল্যান সেন স্মারক বক্তৃতায়, শিল্প সমালোচক, শিক্ষক, সম্পাদক শ্রী শমীক বন্দ্যোপাধ্যায়
Venue: Shishir Mancha
-
Premium @ ₹300
Stock:: 56 seats
-
General @ ₹200
Stock:: 76 seats
Premium₹300
General₹200