
এ কোন সকাল
- 08 Apr, 25
- 06:00 PM - 08:30 PM
- Tapan Theatre: Kalighat
কালিকাপুর উওরণ নিবেদিত প্রথম প্রযোজনা
“” এ কোন সকাল “”
সম্পাদনা ও নির্দেশনা — রীতা ঘোষাল*
- রচনা — সুদীপ্ত রায়
আলো — দীপঙ্কর দে
সঙ্গীত — সব্যসাচী পাল
গান – (কথা ও সুর) — সায়ন্তন দে
পোষাক — সৌরভ ভট্টাচার্য্য - এই নাটক টি মূলত ধর্ষণ তন্ত্র এর বিরুদ্ধে।। নাটক টি বার বার ধরে বলতে চেয়েছে যে মেয়ে রা ভোগ পন্যে র বস্তু নয়।। মেয়ে রা শুধু ই মেয়ে মানুষ নয় তার ও মানুষ,, তাদের ও স্বাধীন ভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে।। মেয়ে রা আর কতদিন এটা সহ্য করবে।। এই ধর্ষণ তন্ত্র পৃথিবী থেকে বিলুপ্ত হোক এই উদ্দেশ্য নিয়ে মূলত এই নাটক টি।। আপনারা দয়া করে সবাই আসুন,, বিশেষ করে মহিলা রা আসুন।। এবং বর্তমান যে অবস্থা তৈরী হয়েছে তার বিরুদ্ধে গর্জে উঠা এক নাটক দেখুন।
“ নাটক লোক শিক্ষার প্রতিবিম্ব ” আসুন আগামী ৮ ই এপ্রিল ২০২৫ মঙ্গলবার তপন থিয়েটারে সন্ধ্যে ৬-৩০ মিনিটে । আপনাদের উপস্থিতিতে ভরে উঠুক প্রেক্ষাগৃহ। - সহোযোগিতায়-রীতা ঘোষাল,প্রদীপ ঘোষাল,রমিত ঘোষ,কৃষ্ণ দাস চ্যাটার্জ্জী,সুচন্দ্রা সেনগুপ্ত,সোহিনী সেনগুপ্ত,অমিত সেনগুপ্ত,রানা চ্যাটার্জ্জী,বিকাশ দেবনাথ এবং আরো অনেকে।।
Venue: Tapan Theatre
-
Premium @ ₹200
Stock:: 52 seats
-
General @ ₹150
Stock:: 36 seats
Premium₹200
General₹150